গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সম্মেলন তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা।
সোমবার (৫মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আয়োজনে উত্তর ধানকোড়া বটতলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রাতইল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এমদাদুল হক লিখিত বক্তব্যে দিতে গিয়ে বলেন আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা ভিত্তিহীন মনগড়া সড়যন্ত্রমুলক মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত চাদাবাজীর অভিযোগ তুলে অসৎ উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের দোসর বাচ্চু শেখ, রবিউল মেম্বার, মামুন সরদার, মশিউর শেখ, আখের শেখ, আসলাম ফকির, আমার ও আমার দলকে ছোট করার জন্য প্রকৃত ঘটনা আড়াল করে সংবাদ সম্মেলন করেছে, আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের বিচার দাবি জানাচ্ছি।
তিনি এসময় বলেন বাচ্চু শেখের নিকট থেকে তারই আপন বোনের মেয়ে তার নিজের ভাগনি ৯ শতাংশ জমি নগদ তিন লক্ষ টাকা দিয়ে ক্রয় করে। যা স্ট্যাম্পে লিখিত চুক্তি করে, দলিল না করে দির্ঘদিন বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকায় উপায় না পেয়ে সে আমার কাছে আসলে আমি সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে দলিলের জন্য সামাজিক ভাবে বসি এবং দলিল করে দেওয়ার অনুরোধ করি।
অসহায় রহিমা বেগম এর জমি দলিল করে না দেবার অপচেষ্টা এবং আমার দলের সুনাম নষ্ঠ করতে আওয়ামী লীগ এর দোসরা বিভিন্ন অভিযোগ তুলে ধরে আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন এবং মন গড়া সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনের আগে আওয়ামী লীগ এর দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে প্রতিবাদ মিছিল করে নেতাকর্মীরা।
এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি নান্নান খাকী, কাশিয়ানী উপজেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক শহিদুল আলম মুন্না, ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ফায়েক মুন্সী উপস্থিত থেকে বক্তব্য দেন। এ সময়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অংঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।