চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও ইলেকট্রিক শক জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর ।
মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবত যমুনা নদীতে কিছু অসাধু জেলে চায়না দুয়ারী ও ইলেকট্রিক শর্ক দিয়ে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১১:০০ টা হতে রাত ৩:০০টা অভিযান চালিয়ে। ইলেকট্রিক শর্ক দিয়ে মাছ ধরা, কারেন্ট জাল, চায়না দুয়ারী রিং জাল,ঘন মশারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথ অভিযান চালিয়ে জব্দ করা হয়।
এছাড়াও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ জনকে অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান।অবৈধ চায়না দুয়ারী জাল ও ইলেকট্রিক শর্ক গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ৩০ সে.মি. নিচের ধৃত মাছ জব্দ করে প্রায় ৫ কেজির মত মাছ স্থানীয় মদিনাতুল উলুম নূরাণীয়া হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপস্থিত স্থানীয় লোকজন ও অন্যান্য জেলেদের সতর্ক করে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান আরও জানান যে, এই অভিযান নিয়মিতভাবেই পরিচালনা করা হবে। তাই কেউ যেনো এসব জাল দিয়ে নদীতে আর মাছ ধরতে না চেষ্টা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম