আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে পরশুরামে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বিকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রদলের সভাপতি আতাহার হোসেন পাপরুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি এসএম সালাউদ্দিন মামুন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল।
পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান চৌধুরী বাবু ও পৌর ছাত্রদলের আহবায়ক সাফায়েত এনাম মজুমদারের সঞ্চালনায় সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শামীম ভূঁইয়া সুমনসহ উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
যাযাদি/ এসএম