বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

শ্যালকের ছুরিকাঘাতের ঘটনায় আহত ভগ্নিপতির মৃত্যু 

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১১:৫২
শ্যালকের ছুরিকাঘাতের ঘটনায় আহত ভগ্নিপতির মৃত্যু 
গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন

ফেনীর ফুলগাজীর মুন্সীরহাটে শ্যালক নিজাম উদ্দিনের (৩৬) ছুরিকাঘাতের ঘটনায় আহত ভগ্নিপতি মনসুর আহমেদ আজাদ (৪৫) বুধবার (৭ মে) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন তাঁর ভাই সিদ্দির আল রিয়াদ। নিহত মনসুর আহমেদ আজাদ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামের তাহের আহম্মেদের ছেলে।

সোমবার (৫ মে) রাত ৮টার দিকে মুন্সীরহাট বাজারে পাওনা টাকার জের ধরে শ্যালক নিজাম উদ্দিন ছুরিকাঘাত করেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান।

পুলিশ জানায়, নিহত মনসুর আহমেদ আজাদ ও তাঁর শ্যালক নিজাম উদ্দিন দুজনেই প্রবাসী। গত ৪/৫ দিন আগে নিজাম উদ্দিন দেশে এসে পাওনা টাকা নিয়ে তাঁর ভগ্নিপতি মনসুর আহমেদকে চাপ সৃষ্টি করে। তবে নিহত মনসুর আহমেদের দাবি তাঁর কাছে কোন টাকা পাবেনা। গত সোমবার রাত ৮ টার দিকে মুন্সীরহাট বাজারের প্রধান সড়কে দুজনেই কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্যালক নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাঁর ভগ্নিপতি মনসুর আহমেদ আজাদের পেটে ও পিঠে পাঁচ থেকে ছয়টি ছুরিকাঘাত করে। আশংকাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। নিহতের ছোটভাই সিদ্দির আল রিয়াদ জানান, তাঁর বড়ভাই একজন কুয়েত প্রবাসী। তিনি ১৫ দিন পূর্বে ছুটিতে দেশে এসেছিলেন। আগামী ২০ মে তাঁর ভাইয়ের ছুটি শেষে কুয়েত চলে যাওয়ার কথা ছিল।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, এঘটনায় নিহতের ছেলে মিরাজ আহম্মেদ নিপুণ বাদী হয়ে নিজাম উদ্দিনকে বিবাদী করে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিনকে গতকাল মঙ্গলবার পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে