বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ডিমলায় সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১২:৩৩
ডিমলায় সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডিমলায় তুহিন সমর্থক গোষ্টির ব্যানারে মঙ্গলবার সন্ধায় খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল ফরমায়েশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিস্তম্ভে আলোচনায় মিলিত হয়।

এতে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি নীলফামারী জেলা বিএনপি’র উপদেষ্টা ও তুহিন সমর্থক গোষ্টির অন্যতম নেতা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডিমলা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, ডিমলা উপজেলা যুবযুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, যুগ্ম আহবায়ক আইয়ুব আলী ডন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হালিমুল ইসলাম রাসেল প্রমুখসহ ১০টি ইউনিয়নের তুহিন সমর্থক গোষ্টির নেতা কর্মিগণ অংশগ্রহণ করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে