কাজিপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কংগ্রেস দিনব্যাপী কর্মশালা হয়েছে অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃমশকর আলী অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ মাসুদ আহমেদ সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) প্রোগ্রাম বগুড়া অঞ্চল। বক্তা গন জমিতে সুষম সার ব্যবহার, অতিরিক্ত কীটনাশক পরিহার, এবং বালাই শহনশীল বীজ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সাংবাদিক, ও কৃষক - কৃষাণীগণ উপস্থিত ছিলেন। (ছবি আছে) মোঃশাহজাহান আলী, কাজিপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ।
যাযাদি/ এসএম