ফেনীর দাগনভূঁঞা উপজেলা ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন দুধমুখা বাজারে বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স খাজা স 'মিলসে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক আড়াই ঘটিকার সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৭০ থেকে ৮০ লাখ টাকার কাঠ, স মিলসের মেশিন, জেনারেটর, আসবাবপত্রসহ ঘর পুড়ে সব ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের বিশেষ টিম আগুন নিয়ন্ত্রনে আনেন।
এ বিষয়ে স মিলসের স্বত্বাধিকারী মুনির আহম্মদ মনির জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারনে দৃবৃত্তরা আগুন লাগিয়েছে। এতে আমি সর্ব সান্ত হয়ে গেছি। বিএনপির জেলা নেতৃবৃন্দকে বিষয়টি পরিদর্শন করে দেখার অনুরোধ সহ দ্রুত আইনগত পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মুনির আহম্মদ।