বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় পোল্ট্রি খামারী মালিককে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৯:২০
ব্রাহ্মণপাড়ায় পোল্ট্রি খামারী মালিককে জরিমানা
ছবি: যায়যায়দিন

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বসত বাড়ির পাশে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশে দুর্গন্ধ সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে এক খামার মালিককে জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এতে উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. ফাতেমাতুয জোহরা ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহানের নেতৃত্বে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বাড়ির পাশে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশে দুর্গন্ধ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক পোল্ট্রি খামারীকে পশু আইন -২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এ সময় ফার্মে পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে