মানিকগঞ্জের শিবালয়ের দুর্গম তেওতা ইউনিয়নের অন্তর্গত নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে অসময়ে ভাঙ্গন দেখা দিয়েছে ।
এ সংবাদ জেনে বুধবার বিকেলে ভাঙ্গন এলাকা পরিদর্শন করতে ছুটে আসেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এস এ জিন্নাহ কবির ।
এ সময় তিনি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন । অসহায় মানুষের কথা শুনে তিনি আবেগে আপ্লুত হয়ে যান । এছাড়া, নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জিও ব্যাগ ফেলার ব্যবস্থাপনা করার আশ্বাস দেন ।
এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জিন্নাহ্ কবির তেওতার নদী ভাঙ্গনে শিকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি পোঁছে দেন।
পরে, উপজেলার ঐতিহ্যবাহী তেওতা জমিদার বাড়ির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেওতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এ জিন্নাহ কবির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এতে, আরও বক্তব্য দেন, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারি লাভলু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম প্রমুখ । এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনেরও অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।
যাযাদি/আর