কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল -সোহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: উজ্জল হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস, আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুর্শিদ উদ্দিন, অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও মানবতাবাদী চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে রবীন্দ্রচেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।