বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সংবাদ প্রকাশের পর ভেদরগঞ্জের রাস্তা পুনর্নির্মাণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৬:০৩
আপডেট  : ০৮ মে ২০২৫, ১৬:১৭
সংবাদ প্রকাশের পর ভেদরগঞ্জের রাস্তা পুনর্নির্মাণ
ক্ষতিগ্রস্ত রাস্তাটি নতুন করে কার্পেটিং। ছবি: যায়যায়দিন

শরীয়তপুরের 'ভেদরগঞ্জে হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং’ এমন শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশের পর তড়িঘড়ি করে রাস্তাটির পুনর্নির্মাণ করে দিলেন অভিযুক্ত ঠিকাদার আরিফ বেপারী।

খবরটি গত ৬ মে অনলাইনে প্রকাশিত হওয়ার পর গত ৭ মে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাপড়াইল সড়কের মেরামত কাজের ২৫-৩০ মিটার ক্ষতিগ্রস্ত স্থানের কাজটি নতুন করে কার্পেটিং ঢালাই সম্পন্ন করেছেন ঠিকাদার আরিফ বেপারী।

ভেদরগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘রাস্তাটির কাজ ভালোই হয়েছিল। বে রাস্তাটির সর্বশেষে গিয়ে রোলারকোস্টার লক করে ও নষ্ট হয়ে যায়। যার কারনে এমনটি হয়েছে। আমরা ঠিকাদারকে এখনো পুর্ণ বিল দেই ন। ঠিকাদারকে এর আগেও চিঠি দিয়েছি কাজটি করার জন্য। পরে নিউজ দেখে গতকাল পুর্ণ কার্পেটিং করে দিয়েছ ‘।

তারপরেও রাস্তার সম্পুর্ন কাজ তদন্ত করেই বিল দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে