শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

কালিয়াকৈরে তরুণ দলের কার্যালয় উদ্বোধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ২০:৫৪
কালিয়াকৈরে তরুণ দলের কার্যালয় উদ্বোধন
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের দোকানপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার (৮ মে) বিকালে বিএনপি" র তরুণ দলের একটি নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন মোহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে কার্যালয়ের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা শাখার জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি দেলোয়ার হোসেন সভাপতিত্বে উপজেলা শাখার তরুণ দলের আহ্বায়ক রওশন হাবিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান, মোঃ আব্দুল বারেক সরকার, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ বাদশা মিয়া,উপজেলা বিএনপির নেতা শওকত হোসেন রানাসহ অন্যান্যরা ।

অনুষ্ঠানে বক্তারা বলেন তরুণরা রাজনীতিতে যুক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন দেশবাসী।। এছাড়া তরুণরা দলে যোগদান করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবে বলে নেতৃবৃন্ধ প্রত্যাশা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে