শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ধানক্ষেতে মিলল স্বেচ্ছাসেবক দল কর্মীর গলাকাটা লাশ

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১২:০৭
ধানক্ষেতে মিলল স্বেচ্ছাসেবক দল কর্মীর গলাকাটা লাশ
ছবি: যায়যায়দিন

নেত্রকোনার পূর্বধলায় মো: রুবেল মিয়া (২৭) নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার জারিয়া ইউনিয়নের নোয়াপাড়া ও ছনধরা গ্রামের মাঝামাঝি স্থান বেহিবিলের পশ্চিম পার্শে ধান ক্ষেত থেকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

এ সময় বস্তা দিয়ে তার দুই পা বাঁধা এবং গলা কাটা ছিল। রুবেল পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের একমাত্র পুত্র। দাম্পত্য জীবনে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী এবং পেশায় ভাড়ায় মোটর সাইকেল চালাতেন। এছাড়া স্থানীয় ক্রীড়া সংগঠন ‘রেনেসাঁ ক্লাব’-এর সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল মিয়া প্রতিদিনের মতো ভাড়ায় যাত্রী বহনের উদ্দেশ্যে গত বুধবার (৭ মে) বিকেলে বাড়ি থেকে বের হন। রাত ১২টা দিকে পূর্বধলা রেলওয়ে স্টেশনে চা ও সিগারেট খাওয়ার পর একজন যাত্রী নিয়ে রওনা দেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তারপর গত বৃহস্পতিবার আড়াই টার দিকে ৪ নং জারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার হিরা মিয়া নিজ এলাকার একটি ধান ক্ষেতে একটি মরদেহ পড়ে আছে বলে জানতে পেরে থানায় খবর দেন।

হীরা মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে দিকে কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে ধান ক্ষেতের পাশে মাছ ধরতে গিয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে লাশ সনাক্ত করেন।

নিহতের বাবা আবুল কাসেম বলেন, গতকাল বুধবার আমার ছেলে রুবেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা সারারাত খুঁজেছি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ ছিল।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, “নিহতের দুই পা বস্তা দিয়ে বাঁধা ছিল এবং গলা কাটা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। ঘাতকরা হত্যাকাÐের পর রুবেলের ব্যবহৃত ডিসকভার মোটর সাইকেল (নং: ময়মনসিংহ হ-১৬-০৭১৪) নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রুবেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে