শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ 

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৬:০৮
মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪ 
ছবি: যায়যায়দিন

মোহনগঞ্জে বিএনপির নেতার বাড়ি ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক ও গাগলাজুর ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে হাসপাতাল রোডে তার বাসা হতে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে নওহাল নিজ বাড়ি থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ, গরুহাট্টা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল সিকদার, বড়কাশিয়া থেকে ছাত্রলীগের জয়েন সেক্রেটারি মাহমুদ আল নূর সমাপ্তকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার তাদেরকে সাতদিনের রিমান্ড চেয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করে মোহনগঞ্জ থানা পুলিশ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে