শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

তুহিনের মুক্তিতে নীলফামারীতে শুকরিয়া আদায় ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী
  ০৯ মে ২০২৫, ১৯:৫৬
তুহিনের মুক্তিতে নীলফামারীতে শুকরিয়া আদায় ও দোয়া অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিনে মুক্তি পাওয়ায় সুস্বাস্থ ও রোগমুক্তি কামনায় শুকরিয়া আদায় ও দোয়া কামনা অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী শহরের কো-অপারেটিভ ব্যাংক চত্বরে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ‍্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মোজাম্মেল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, বিএনপি নেতা মীর আহমেদ বাবু, মানিক, আব্দুর রহিম, গোলাম মোস্তফা, গোলাম রব্বানী, ইব্রাহিম খলিল প্রমুখ। শেষে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে