শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সেনবাগে কাশেম হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ২০:০৮
সেনবাগে কাশেম হত্যার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন 
ছবি: যায়যায়দিন

আম গাছের ডাল প্রতিপক্ষের সীমানায় যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী কর্তৃক হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর সেনবাগের কেশারপাড় গ্রামের আবুল কাশেমের হত্যাকারী আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের ক্লাবঘর নামক স্থানে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলমত নির্বিশেষে বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবু ইউসুফ মজুমদার, নিহত আবুল কাশেমের জামাতা মো: হানিফ, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন মেম্বার,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সানজিদ কামাল,আলমগীর হোসেন,ইসমাইল, ইব্রাহিম খলিল,চৌধুরী মেম্বার,ইয়াছিন ভূইয়া সোহেল প্রমুখ।

বক্তারা অবিলম্বে আবুল কাশেমের খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানান এবং এলাকার কোন রাজনৈতিক নেতা কিংবা ব্যক্তি খুনিদের বাচানোর চেষ্টা করে সে যেদলেরই হোক তাকে প্রতিহত করার শপথ নেন।

মানববন্ধন শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে কানকিরহাট বাজার পর্যন্ত যায়।

উল্লেখ্য গত বুধবার গাছের কয়েকটি ডাল প্রতিপক্ষের সীমানায় যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম কে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করা হয়।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন এবং ময়না তদন্ত শেষে গত বৃহস্পতিবার দাফন করা হয়। এঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে