শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

গৌরনদীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ২০:১৭
গৌরনদীতে আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: যায়যায়দিন

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন (খোকন মল্লিক) ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক পুলিশের বিশেষ অভিযানের আওতায় গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গৌরনদী থানা পুলিশ। গ্রেফতারকৃত খোকন মল্লিক মৃত শামসুল হক মল্লিকের পুত্র।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত একটি মামলায় (মামলা নম্বর-১৫) খোকন মল্লিককে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার (৯ মে) তাকে বরিশাল আদালতে হাজির করা হয়। ওসি ইউনুস আরও বলেন, বিগত সরকারের আমলে খোকন মল্লিকের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ পাওয়া যায়। তার প্রভাবে অনেক ভুক্তভোগী মুখ খুলতে সাহস পাননি। তবে বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে রয়েছে। কারও রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তির বলয় আইনের ঊর্ধ্বে নয়—এমন বার্তা দিতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

খোকনের গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ কিংবা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মাসুম মল্লিক খোকন দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় পরিচয়ের আড়ালে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকলেও তা প্রকাশ করতে সাহস পেত না অনেকেই।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে