শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বিএনপি সীতাকুণ্ড শাখার সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৩:০১
আপডেট  : ১০ মে ২০২৫, ১৩:১৮
বিএনপি সীতাকুণ্ড শাখার সংবাদ সম্মেলন
সীতাকুণ্ড শাখা বিএনপি ‘র  সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানো এবং মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে দলীয় নেতাকর্মীর সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে শুক্রবার বিকেলে সীতাকুণ্ড প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপি’র আহ্বায়ক মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির সদস্য শামসুল আলম আজাদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ নিজামী,উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন,পৌরসভা বিএনপি’র সদস্য সচিব ছালে আহাম্মদ সলু,ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার,সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আবুল মনসু।

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল,বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক সরোয়ার কামাল।

সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল কামাল, পৌরসভা বিএনপির সদস্য আবু সিদ্দিক বাল্লা, মোহাম্মদ আলী, উপজেলা জাসাস কমিটির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী মো.সেলিম ও বিএনপি নেতা নুরুল আলম সহ উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উওরজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কাজী সালাউদ্দিন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী।

সেই সাথে বিশ্বাসী গণতন্ত্রে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুযোগ সন্ধানী একটি চক্র অপসংবাদিকতার মেতে উঠেন।

তারা বিএনপি’র নেতাকর্মীর ঐক্যে ফাটল ধরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের পাশাপাশি মিথ্যা সংবাদ প্রচারে লিপ্ত হয়ে উঠেন।

বিএনপি’র যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিক পরিচয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকা জহির বিএনপি’র নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালালেও তাদের ঐক্য ফাটল ধরাতে পারবে না।

জহির ও তাঁর নেতৃত্বে গড়ে উঠা সুযোগ সন্ধানী চক্রকে অপকর্ম থেকে সরে না আসলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিবে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে