জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম এর নির্দেশে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতাকর্মীরা।
আজ ১০ মে শনিবার জামালপুরের সরিষাবাড়ীতে শামীম তালুকদারের নির্দেশে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কৃষক দলের উদ্যোগে মহাদান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের কৃষক আবুল কাশেমর ১৬ শতাংশ জমির ধান ও বাঁশবাড়ী গ্রামের রইছ উদ্দিনের ৩২ শতাংশ জমির ধান কাটা হয়েছে।
ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ, সদস্য সচিব আল আমিন শেখ, যুগ্ম আহ্বায়ক তারা প্রামানিক, ৮নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী খোরশেদ আলম, কৃষক নেতা সোহেলসহ আরও অনেক নেতাকর্মী।
মহাদান ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী আবুল কাশেম বলেন আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
কৃষক খোরশেদ বলেন কৃষক দলের নেতাকর্মীরা ধান কেটে দিয়ে যে উপকার করলেন আল্লাহ তাদের ভালো করুক।