জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে সাদিকুল ইসলাম (২১) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (০৯ মে) সন্ধ্যা ৬ টার দিকে ফেরিঘাটের পল্টুন এলাকায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোর্শেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা ও কারাদণ্ডপ্রাপ্ত সাদিকুল ইসলাম আমিনপুরের বগি মির্জার ছেলে।
জানা গেছে, কাজিরহাট ঘাট এলাকায় বেশ কিছু সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। তারা যাত্রী ও পন্যবাহী ট্রাকচালকদের জিম্মি করে বিভিন্নভাবে অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করে আসছে। এর সঙ্গে ঘাটের কর্মচারী ও কর্মকর্তারা জড়িত আছে। জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) পাবনা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ফেরিঘাট এলাকার বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, কাজিরহাট ফেরিঘাট চালু হয়েছে উত্তরবঙ্গের মানুষের যাতে পণ্য যাতায়াতে সহজ হয়। কিন্তু এই এলাকায় বেশ কিছু অসাধু চক্র গড়ে উঠেছে। যারা ট্রাকা চালকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। পণ্যবাহী চালকদের থেকে টাকা ছিনতাই করেও নেওয়ার তথ্য জানান তারা। যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত সহ চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসন ব্যর্থ। বছরে একবার দুবার অভিযান করেই দায়সারা কাজ করে। এখানে চাদাঁর টাকা প্রশাসন ও নিয়মিত পেয়ে থাকে বলে অভিযোগ করেন।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোরশেদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেরিঘাটে কেউ অতিরিক্ত অর্থ ও চাঁদাবাজি করতে পারবে না। নিয়মিত অভিযান চলবে।