রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কাজ করেও বেতন-ভাতা পান না প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা

পাবনা প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৯:২৪
কাজ করেও বেতন-ভাতা পান না প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা
পাবনার আমিনপুরে সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়: ছবি যায়যায়দিন

পাবনার আমিনপুরে প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, প্রতিবন্ধীবান্ধব শিক্ষাবান্ধব এবং প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ বিভিন্ন দাবিতে এ সভা হয়।

শুক্রবার (৯ মে) বিকেলে আমিনপুরের নতুন মিরপুরের শীতলপুরের সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ সিমানুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার।

বক্তারা বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার প্রতিবন্ধীরা। তাদের দায়িত্ব কেউ নিতে চান না।

কিন্তু আমরা প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা নিয়েছি। নাকের ময়লা, মুখের লালা মাখিয়েও প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা কাজ করছেন।

কিন্তু তাদের নূন্যতম স্বীকৃতি নেই। জীবন জীবিকা নেই।

তাই প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে হলে প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের স্বীকৃতি ও এমপিওভুক্তি করতে হবে।

আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মরিয়ম খাতুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, রংপুর বিভাগীয় আহ্বায়ক নাসরুল আলম, রাজশাহী বিভাগীয় আহ্বায়ক শায়লা আক্তার, চর নতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান শিপন, যুবদল নেতা পান্না প্রমুখ।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে