রোববার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সোনাতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  ১০ মে ২০২৫, ১৯:৫৭
সোনাতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: যায়যায়দিন

বগুড়ার সোনাতলা উপজেলার মিলনের পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে একটি টিনের চারচালা ঘর, ঘরের মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা ও দুটি গরু পুড়ে প্রায় ছয় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (১০ মে ২০২৫) বিকেল ৩টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. কায়েম সরকার (৪৫), পিতা মো. হাফিজুর রহমান, মিলনের পাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। ঘটনার সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন দেখে প্রথমে পরিবারের সদস্যরা এবং পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় সোনাতলা উপজেলা ফায়ার সার্ভিসে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। যদিও ততক্ষণে আগুনের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল আকার ধারণ করে। আগুনে ক্ষতিগ্রস্ত ঘর থেকে আনুমানিক দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে সোনাতলা থানার এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা বা জিডি হয়নি এবং কাউকে অভিযুক্ত করা হয়নি।

এদিকে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, কায়েম সরকার একজন সাধারণ কৃষক এবং তার একমাত্র সম্বল ছিল এই ঘর ও গৃহস্থালি। আগুনে পুড়ে তার সবকিছু শেষ হয়ে গেছে।

সোনাতলা থানা সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে