বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নুতন ঘোষগাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জিন্নাতুনেছা (৭০) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত জিন্নাতুনেছা ওই গ্রামের মৃত মোঃ নশের আলী মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোঃ নওশের আলী মিয়া ও মৃত আব্দুস সবুর মিয়া ছিলেন আপন দুই ভাই, ওই দুই ভাইয়ের দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ৪ মে সকাল ৭টার দিকে প্রতিপক্ষের মৃত আব্দুস সবুর মিয়ার স্ত্রী আছিয়া বেগম ও তার মেয়ে জোসনা, আদরী বেগম, সোহাগী, ফাতেমা এবং শ্যালক মাসুদ শেখ মিলে জিন্নাতুন্নেছার ঘরে ঢুকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। জখমী অবস্থায় তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জিন্নাতুনেছার সন্তানরা জানান, হাসপাতালে পাঁচ দিন চিকিৎসার পর ৮ মে ছাড়পত্র দিয়ে তাকে বাড়ি পাঠানো হয়। তবে পরদিন ৯ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওইদিন সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গুরুতর অসুস্থ হয়ে পড়লে নিকটবর্তী ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
ফকিরহাট থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। জিন্নাতুনেছার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।