আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা। শনিবার (১০ মে) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের আহŸায়ক আল আমিন, সিনিয়র যুগ্ম-আহŸায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহŸায়ক মনিরুল ইসলাম, মুখ্য সংগঠক ইমতিয়াজ জাবেদ, যুগ্ম-সদস্য সচিব ফারদিন প্রমুখ।
আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগকে অতিদ্রæত নিষিদ্ধ করতে হবে। এখন পর্যন্ত কী কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না তা আমরা জানতে চাই। আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হলেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।