টাঙ্গাইলের মধুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৫উদযাপিত হয়েছে। শনিবার(১০ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ শিক্ষা সপ্তাহ দিবস উদযাপন করা হয়।
উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে “মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ” বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সুন্দর হাতের লেখা ও চিত্রাষ্কণ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৫৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং ৫৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
এসময় মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম খান, সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, রুনা লায়লা, দিগড়বাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেকুল ইসলাম।