কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এমরান হোসেন মাষ্টারের বাড়ির সরকারি রাস্তার পাশ থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জাকির হোসেন ও মনির হোসেনের গংদের বিরুদ্ধে।
শনিবার (১০ মে) সকালে ৩টি মেহগনি গাছ কেটে নিয়ে যায় তারা।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন(৫৫) বলেন, রাস্তার পাশের গাছ গুলো এমরান মাষ্টার লাগাইছে এটা এলাকার ছোট বড় সবাই জানে। শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় আমি দোকানে চা খেতে আসি। তখন দেখতে পাই, জাকির হোসেন ও মনির হোসেন কাটতে দেখতে পাই। তখন তাদেরকে অনেকেই বাঁধা দেয় কিন্তু তারা শুনেন নি।
এমরান হোসেন মাষ্টার বলেন, আমি প্রায় ৩০ বছর আগে গাছ গুলো রোপণ করি এটা এলাকার সকলেই জানে। এখন সরকারিভাবে রাস্তার কাজ চলছে। এই সুযোগে তারা গাছ গুলো কেটে নিয়ে যায়। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে বিষয়টি অবগত করেছি। তিনি ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন।