মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১০:৫৯
চৌহালীতে শিশু বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
ছবি-যায়যায়দিন

সিরাজগঞ্জের চৌহালীতে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার রাতেই পুলিশ অভিযুক্ত ওই বৃদ্ধকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম মো. আব্দুল কালাম (৬০)। তিনি পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার শবাতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের বাসিন্দা।

জানাযায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চৌহালী উপজেলার বিনানই বাজারে দীর্ঘদিন ধরে কাঠ মিস্ত্রির কাজ করে। তার সহযোগী হিসেবে কয়েকজন শিশু দোকানে কাজ করতো। এই সুযোগে ওই বৃদ্ধ শিশুদের বলাৎকার করে। দীর্ঘদিন যাবত রাতে তার দোকানের কর্মচারী উপজেলার বিনাইন গ্রামের মো.সোলাইমান হোসেনের ১০ বছরের শিশু ছেলেকে বলাৎকার করেন।

গত রোববার রাতে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে এলাকার মানুষ তাকে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ দোকানে কাজ করা তিন শিশুকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করে। এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তি বিনানই বাজারে কাঠমিস্ত্রির কাজ করেন। তার কাছে কয়েকজন শিশু মিস্ত্রির কাজ শেখেন।

এই সুযোগে তিনি শিশুদের বলাৎকার করতেন। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বলাৎকারের শিকার শিশুটির মা মিন্নাতি খাতুন, বাদি হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে