মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফুলবাড়ীতে বাসের চাপায় প্রাণ গেল দুই যুবকের 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ১৫:৫৩
ফুলবাড়ীতে বাসের চাপায় প্রাণ গেল দুই যুবকের 
ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদরের ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদকসহ মোটরসাইকেল আরোহী দুই যুবকের ঢাকাগামী কোচের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে ও কবির মামুদ ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক, মোটরসাইকেল মেকানিক্স সঞ্চয় কুমার (২৮) ও ফুলবাড়ী সদরের মাষ্টার পাড়ার বাসিন্দা মরহুম আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৩৫)।

সঞ্চয় কুমার কবির মামুদ ওয়ার্ড যুবদদেলর সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক।

জানা গেছে, সোমবার গভীর রাত দেড়টায় রংপুর থেকে ফুলাবাড়ী উপজেলা সদরে আসার পথে কাউনিয়া বেইলী ব্রীজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী শাহআলী পরিবহন নামের একটি কোচের সঙ্গে থাকা খেয়ে তারা দুজনে ঘটনাস্থলে মারা যায়।

খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। সোমবার পারিবারিকভাবে নিহতদের দাহ ও দাফন সম্পন্ন করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে