এ দেশে সংখ্যালঘু বলে কোন কিছু নেই। এদেশ আমার, এ দেশ আপনার। আমরা রোহিঙ্গা বা উদ্বাস্তু নই। এদেশে বসবাসকারী সকলের সমান অধিকার রয়েছে। যদি কোন মহল আপনাদের ওপর হামলা বা নির্যাতন করে, আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবো। আমি বিগত ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করেছিলাম।
সোমবার (১২ মে) দুপুর ১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার প্রানকেন্দ্র লক্ষ্মীপাশায় অবস্হিত ঐতিহ্যবাহী প্রাচীন ধর্মীয় উপাসনালয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গণে শুভ বৈশাখী পূর্ণিমা তিথি ও সিদ্ধেশ্বরী কালি মাতার ৩৮তম অভিষেক বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মধুসূদন শীলের সভাপতিত্বে ও সহ-সম্পাদক সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন, নড়াইল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: বেলাল আহম্মেদ, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, সহ সম্পাদক কিশোর রায়, প্রচার সম্পাদক কাজল পাল, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, সৈয়দ গোলাম কিবরিয়াসহ প্রমূখ।