গাইবান্ধা-সাদুল্যাপুরে সাহার বাজার এলাকায় রোববার রাত ১১টার দিকে কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে আবু বক্কর সিদ্দিক নামে এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধা র্যাব- ১৩ ক্যা¤েপ কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং তার বাড়ি কুষ্টিয়া জেলায়।
পুলিশ সুত্রে জানা গেছে, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রোববার রাতে ক্যা¤েপ ফিরছিলেন।
এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটর সাইকেল যোগে সাহার বাজার নামক এলাকায় পৌঁছালে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে।
এ ডালের আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে একটি গাছের ডাল ভেঙে পড়ে র্যাব সদস্যের মৃত্যু হয়েছে।
যাযাদি/এল