মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা  

স্টাফ রিপোর্টার,  চুয়াডাঙ্গা
  ১২ মে ২০২৫, ১৯:২৯
আপডেট  : ১২ মে ২০২৫, ১৯:৩৫
চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা   
ছবি: যায়যায়দিন

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সি এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ সোমবার ১২ মে দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছে।

নিহত রিশাদ আলি দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার জানায় ঐদিন দুপুর আড়াইটার দিকে ছয়ঘরি গ্রামের কাজি পাড়ায় রাস্তারপাশে মো. বাইতুল্লার ছেলে মো. হযরত আলির সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিশাদ আলি এর সাথে তর্ক বিতর্ক হয়।

এক পর্যায়ে মো. হযরত আলির হাতের হাসুয়া দিয়ে রিশাদ আলিকে গলায় কোপ মেরে হত্যা করে পালিয়ে যায়।

গ্রামবাসিরা, জানান মো. হযরত আলি একজন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান, আসামী ধরতে কাজ করছে পুলিশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে