মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

দেশের শ্রেষ্ঠ শিক্ষিকার গৌরবের মুহূর্তে বাবার মৃত্যু: আত্রাইয়ের মেয়ে শিউলি সুলতানার স্বপ্নভঙ্গ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ২০:১১
দেশের শ্রেষ্ঠ শিক্ষিকার গৌরবের মুহূর্তে বাবার মৃত্যু: আত্রাইয়ের মেয়ে শিউলি সুলতানার স্বপ্নভঙ্গ
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাইয়ের মেয়ে ও নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা প্রাথমিক শিক্ষা পদক-২০২৪-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত শনিবার ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারের হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার পাওয়ার পর তিনি এটি তার ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলীর হাতে তুলে দেওয়ার জন্য উদগ্রীব ছিলেন। আব্বাস আলী সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। কিন্তু রোববার রাত ১০টায় ঢাকা থেকে আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামে বাবার বাড়ি ফেরার পথে তিনি বাবার মৃত্যুর খবর পান।

শিউলি সুলতানা বলেন, আমার এই সাফল্যের পেছনে বাবার অবদান সবচেয়ে বেশি। তাঁর অনুপ্রেরণা ও উৎসাহেই আমি এতদূর আসতে পেরেছি। পুরস্কারটি তাঁর হাতে দেওয়ার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তা আর সম্ভব হলো না। আল্লাহ্ যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন।

গত শনিবার ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে