মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বিআরডিবি চেয়ারম্যান যখন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা!

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ১২ মে ২০২৫, ২০:১৬
বিআরডিবি চেয়ারম্যান যখন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা!
ছবি: যায়যায়দিন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংকের (বিআরডিবির) চেয়ারম্যান পদে এখনো বহাল তবিয়তে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশ থেকে আওয়ামী দোসররা পালিয়ে গেলেও ব্রাহ্মণপাড়ায় দেখা যাচ্ছে উল্টো চিত্র।

এখানে উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হয়েও আকতার হোসেন এখনো বিআরডিবির চেয়ারম্যান পদে বহাল তবিয়তে থাকায় জনমনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ সভাপতি আক্তার হোসেন ব্রাহ্মণপাড়ায় ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দেন। বিএনপি ও জামায়াতের একটি অংশের ছত্রছায়ায় বর্তমানে বিআরডিবির চেয়ারম্যান পদ আঁকড়ে ধরে রেখেছেন স্বেরাচারের দোসর আক্তার হোসেন। ব্রাহ্মণপাড়া উপজেলা বিআরডিবির সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ নভেম্বর মো. আক্তার হোসেন বিআরডিবির চেয়ারম্যান হন।

২০২৬ সালের নভেম্বরে তার মেয়াদ শেষ হবে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হয়েও এখনো বিআরডিবির চেয়ারম্যান পদে বহাল আছেন কীভাবে জানতে আক্তার হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০২৩ সালে আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হয়েছি। এখন আমি রাজনীতিতে নিষ্ক্রিয়। মেয়াদ শেষ হলে দায়িত্ব ছেড়ে দেব।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো. রাসেল সারোয়ার আমার দেশকে বলেন, ৫ আগস্টের পর এখনো বিভিন্ন জায়গায় আগের চেয়ারম্যানরা বহাল আছেন। আইনি জটিলতায় এ পদটি এখনো কিছুই করা যাচ্ছে না। সরকারের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে