কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে নিষেধাজ্ঞার মধ্যে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে এক ফিশিং বোট মালিককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে) দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর উদ্যােগে নৌবাহিনীর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময়, ৪ লক্ষ মিটার কারেন্ট জাল, ৩০ টি বেহুন্দী জাল এবং ১২০ কেজি লইট্টা ও তুলার ডান্ডি মাছ জব্দ করা হয়।
এরমধ্যে ১২ টি ফিশিং বোট জব্দ করা,এতে ১১ টি বোট মাকিককে মোট ৩২ হাজার টাকা অর্থদন্ড এবং অপর এক বোট মালিককে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসাইন জানান, জব্দের পর অবৈধ কারেন্ট জাল, বেহুন্দী জালগুলো আলী আকবর ডেইল ঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তবে,মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। এ ধরনের অভিযান চলবে। কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে এক বোট মালিককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
এতে, উপস্থিত ছিলেন,কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসাইন, মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. নাজমুস সাকিবসহ পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা।