বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

গাংনীর পল্লীতে বোমা ফাটিয়ে ডাকাতি

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৬:১৬
গাংনীর পল্লীতে বোমা ফাটিয়ে ডাকাতি
ছবি : যায়যায়দিন

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ডাকাতদল গরু ও সবজি ব্যবসায়ীদেরকে অস্ত্রের মুখে জিম্মী করে ব্যবসায়িদেরকে মারপিট করে ৫0 হাজার টাকা লুট করে।ডাকাতদের হামলায় কয়েকজন আহত হয়।

ভুক্তভোগিরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন তারা। পোড়াপাড়া-যুগিন্দা সড়কে ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের গতিরোধ করে মারধর ও লুটপাট চালায়। এ সময় তারা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যের দুটি বোমা বিস্ফোরণ ঘটায়। এবং তাদের কাছ থেকে মোবাইল গুলো ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয়।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে