বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১৪:০০
ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়। ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার ১মে দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। বর্তমান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

1

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওয়াজ উদ্দিন বলেন, ‘রোববার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়।

এতে কার্যালয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সংবাদ পাওয়ার পরপরই বিষয়টি ভাঙ্গুড়া থানা খবর দিয়েছি।’

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মোজাম বলেন,অ ষ্টমনিষা এলাকা শান্ত এলাকা। ইতিপূর্বে এখানে ধরনের ঘটনা ঘটেনি। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মঙ্গলবার ১৩মে সকালে ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি জানান।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে