বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও 

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ১৩ মে ২০২৫, ১৫:১০
নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও 
ছবি: যায়যায়দিন

নেত্রকোনায় নাশকতার মামলায় গ্রেপ্তার হওয়া জেলা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় তাকে ছাড়িয়ে নিতে সোমবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত মডেল থানা ঘেরাও করেছে।

বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রুহীর নেতৃত্বে শতশত নেতাকর্মী মডেল থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। ধীরে ধীরে হোটেল শ্রমিকরাও আন্দোলনে জড়িত হন।

1

জানা গেছে, জেলা শহরের কুড়পার এলাকা থেকে খেলাফত শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনকে সোমবার বিকেলে মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এরপর থেকেই মডেল থানার গেইটে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। থানায় জড়ো হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। মঙ্গলবার সকাল থেকে জেলা শহরের সকল হোটেল রেস্তোরার শ্রমিকরা কাজে যোগদান না করে আনোয়ার হোসেনের মুক্তির দাবিতে অনড় থাকায় সকল হোটেল মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২২ মে জেলা শহরের ছোটবাজার দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি চলাকালে রাস্তা বন্ধ করে বিভিন্ন যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রোববার রাতে মডেল থানায় মামলা দায়ের করা হয়। সদর উপজেলার আমলি কেশবপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে তাঁতীদল নেতা মো. সুমন মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটনকে প্রধান আসামি করে ২৫২ জনের নাম উল্লেখসহ ৮০০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম রুহী বলেন, খেলাফত শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আওয়ামী ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। আনোয়ার হোটেল শ্রমিক সংগঠনেরও সভাপতি। ডিসি অফিসে মে দিবসে শ্রমিকদের ছুটি নিয়ে প্রস্তুতি সভায় তিনি সোচ্চার ছিলেন। এরপর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে হোটেল মালিকরা। আনোয়ারকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে। খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতিতে আওয়ামীলীগ নেতা বানিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির তীব্র নিন্দা জানাই।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ জানান, নাশকতার মামলায় এজাহারভুক্ত ৯৩নং ক্রমিকের আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আনোয়ার হোসেনের মুক্তির দাবীতে খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা থানার সামনে জড়ো হলে তাদেরকে বুঝিয়ে শান্ত করা হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে