‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা "গড়বে আগামীর শুদ্ধতা ’ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্ব প্রতিযোগিতায় প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান । এ সময় বিচারক হিসেবে ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, প্রাণি সম্প্রসারণ অফিসার ডা: জান্নাতি ও মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার।
এছাড়াও বিতর্কে খাষকাউলিয়া কে আর পাইল মডেল উচ্চ বিদ্যালয়, চর জাজুরিয়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌহালী আর্দশ উচ্চ বিদ্যালয়সহ মোট চারটি বিদ্যালয় অংশ নেয়।