নওগাঁর নিয়ামতপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে ) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুর্শিদা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, দপ্তর সম্পাদক রনজিত মিনজ, সদস্য রকিবুল হাসান, নাজমুল হক, জাকির হোসেন, করিম আতিক প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকের উদ্দেশ্যে ইউএনও বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিয়ামতপুর উপজেলায় সকলকে সঙ্গে নিয়ে ভালো কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।