কুমিল্লার তিতাসে সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির ৩৫ বস্তা চাল পাচারকালে স্থানীয় জনতার হাতে পিকআপসহ আটক কহয়েছেন একজন ডিলার।
গত সোমবার রাত ১০টায় উপজেলার আসমানিয়া বাজারে এ ঘটনা ঘটে। জহিরুল ইসলাম হৃদয় কুমিল্লা (উত্তর) জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামের মো. এমদাদ হোসেনের ছেলে।
এ ঘটনায় আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে উপজেলা ওএমএস কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী পারভীন।সভায় মেসার্স জারা এন্টারপ্রাইজের ডিলারশীপ বাতিলসহ নতুন ডিলারশীপ নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আসমানিয়া বাজার এলাকায় সরকারী ওএমএস কর্মসূচির ডিলার জহিরুল ইসলাম হৃদয়।
গত সোমবার সন্ধ্যায় হোমনার খাদ্যগুদাম থেকে একটি পিকআপে ৫০ বস্তা চাল ডিলারের দোকানে আনা হয়।
সরকারি সিলযুক্ত চালের বস্তাগুলো ডিলারের দোকানে রেখে পুনরায় ওই গাড়িতে আরও ৩৫ বস্তা তোলা হয়।
পরে ইউএনও সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ও উপজেলা খাদ্য পরিদর্শক ফরিদা আবেদীন ঘটনাস্থলে যান। তাৎক্ষণিকভাবে চালের উৎস যাচাই, স্থানীয়দের সাক্ষ্য ও অভিযুক্ত ডিলার চাউলের কাগজপত্র দেখাতে না পারায় ও অপরাধ স্বীকার করলে মোবাইল কোর্টের মাধ্যমে ডিলার জহিরুল ইসলাম হৃদয়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানাসহ ৩৫ বস্তা চাল জব্দ করা হয়।
এ দিকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, মেসার্স জারা এন্টারপ্রাইজের বিরুদ্ধে আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছিল।
যার ফলে প্রতিষ্ঠানের মালিক জহিরুল ইসলামকে শোকজ করা হয়েছিল।
গত মার্চ মাসের ২০ তারিখে তাকে শোকজ পাঠানো হয়। পরে তিনি মুচলেকা দিয়ে ছিলেন।সোমবার রাতে উদ্ধার হওয়া ৩৫ বস্তা চাল উপজেলা খাদ্য পরিদর্শকের হেফাজতে রয়েছে।
ইউএনও সুমাইয়া মমিন বলেন, উদ্ধার হওয়া ৩৫ বস্তায় প্রায় ১.৭ মেট্রিক টন চাল রয়েছে। ডিলার নিয়োগের পর থেকে প্রতিটি মিটিং ও পরিদর্শনকালে বার বার তাদের সর্তক করা হয়েছে।
এর আগেও ওই ডিলারকে লিখিতভাবে সর্তক করা হয়েছিল। এ ধরনের অপরাধ অনিয়মের সঙ্গে কোন ডিলারের সম্পৃক্তা পেলে ছাড় দেওয়া হবে না।যাযাদি/এল