বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চন্দনাইশে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৫:১৪
চন্দনাইশে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামের চন্দনাইশে প্রতারক চক্রের অন্যতম সদস্য ও নাশকতা মামলার আসামি আবদুল মতলব (৩৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কর্তৃক চন্দনাইশ থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

1

আবদুল মতলব বৈলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবদুল বারেকের ছেলে। সে বর্তমান সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগের বৈলতলী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়,আবদুল মতলব যুবলীগের দায়িত্বে থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার তথা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকার নিরীহ লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, সরকারী চাকরী দেওয়ার নামে চাকরী প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ,প্রতারনা,এলাকার নিরীহ মানুষকে সন্ত্রাসী লোকজন নিয়ে মারধর, চাঁদাবাজীসহ নানান অপরাধ কর্মকান্ডে জড়িত ছিল।

মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদের ঘরে ঢুকে তার ছেলে জসিম উদ্দিনের চোখ উৎপাটন মামলার অন্যতম আসামি। এইসব অপরাধমূলক কর্মকান্ডের জন্য চন্দনাইশ থানায় তার বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলা দায়ের করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান জানান, আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে