রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভৈরব-ময়মনসিংহ ৩টি লোকাল ট্রেন পাঁচ বছর, রাজস্ব হারাচ্ছে সরকার 

মহিউদ্দিন লিটন, কিশোরগঞ্জ থেকে ফিরে
  ১৬ মে ২০২৫, ১৬:৩৯
আপডেট  : ১৬ মে ২০২৫, ১৬:৪০
ভৈরব-ময়মনসিংহ ৩টি লোকাল ট্রেন পাঁচ বছর, রাজস্ব হারাচ্ছে সরকার 
ছবি: যায়যায়দিন

গত ৫ বছর আগে করোনা ভাইরাসের সময়কালীন ভৈরব-ময়মনসিংহ ৩টি লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এতে করে সরকার যে রাজস্ব পেতো এখন তা পাচ্ছে না। লোকাল ট্রেনগুলো হলো- ঢাকা-ময়মনসিংহ ভোরের ট্রেন, ঈশাঁখা, কিশোরগঞ্জ -ভৈরব লোকাল ট্রেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ ট্রেন দিয়ে মালবাহী বগিতে অনেক বাণিজ্যিক জিনিসপত্র আসতো সরারচর, মানিকখালী, গচিহাটা, কিশোরগঞ্জ, নীলগঞ্জ, আঠার বাড়িয়া, তৃশাল, নান্দাইল, গৌরিপুর ও ময়মনসিংহ। এসব লোকাল ট্রেন এ কম সরকারি মূল্যে রেলবাহী গাড়িগুলোতে গরিব ব্যবসায়ী থেকে নিয়ে ধনী ব্যবসায়ী পর্যন্ত সরকারি কম মূল্যে ট্রেন দিয়ে নিরাপদ সহকারে জিনিসপত্র নিয়ে আসতো। এখন তিনটি ট্রেন না থাকার কারণে যেমন ব্যবসায়ীরা উচ্চ মূল্যে সড়ক পথ দিয়ে বিভিন্ন যানবাহনে তিন গুন থেকে চার গুন বেশি ভাড়া দিতে গিয়ে তিন ভাগের দুই ভাগ ব্যবসায়ী হারিয়ে গেছে। তারা বর্তমানে এখন বেকার অবস্থায় রয়েছে।

1

তেমনি ভাবে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এদিকে এই তিনটি ট্রেনের মাধ্যমে বিভিন্ন গরিব শ্রেণি পেশার লোকজন, বিভিন্ন সরকারি চাকরিজীবী, উকিল, সকালে ছাত্ররা কিশোরগঞ্জ গিয়ে কলেজ শেষ করে সন্ধ্যার দিকে স্বল্প ভাড়ায় আসা যাওয়া করতো। বর্তমানে আন্তনগর ট্রেনে বিভিন্ন সরকারি চাকরিজীবী ও ছাত্ররা তাদের নিয়মিতভাবে কলেজের ক্লাস করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

অন্যদিকে এসব শ্রেণির পেশার লোকজন ও ছাত্ররা সিএনজি দিয়ে উচ্চ মূল্য ভাড়া দিয়ে কলেজের ক্লাস বাধ্য হয়ে করতে হচ্ছে। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ অঞ্চলের গরিব শ্রেণি পেশার, ছাত্রদের বিষয়টি ও ট্রেন চালু করবেন বলে তাদের দাবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে