বরিশাল বাকেরগঞ্জে মানবিক কর্মকাণ্ডে প্রসংসনীয় হচ্ছেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বাকেরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই বিরামহীন ছুটে চলা এই মানবিক কর্মকর্তা রুমানা আফরোজের। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৌরসভা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/জনপ্রতিনিধি না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়েছে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের।
এরপরেও থেমে নেই কোন দপ্তরের নাগরিক সেবা। প্রতিদিনই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পরিদর্শনে প্রত্যন্ত অঞ্চলে যেতে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। এবার হতদরিদ্র ভিক্ষুক পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। গতকাল উপজেলার কলশকাঠী ইউনিয়নের বেবাজ গ্ৰামের প্রতিবন্ধী ভিক্ষুক আকবর আলি খান কে ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি দিয়ে একজন ব্যাবসায়ী হিসেবে নতুন জীবন তৈরির সুযোগ করে দিলেন।
ভিক্ষাবৃত্তি নিরসন প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা অধিদফতর, উপজেলা প্রশাসনের অধীনে প্রতিবন্ধী ভিক্ষুক আকবর আলি খান কে চাল, ডাল, তেল,আটা ও শিশু খাদ্য সহ ৭০ ধরনের মুদি মনহরী পন্যের দোকান দিয়ে সাবলম্বী করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ নিজে স্বশরীরে উপস্থিত থেকে প্রতিবন্ধী ভিক্ষুক আকবর আলী খান কে ভিক্ষাবৃত্তি থেকে মুক্তি দিয়ে একজন ব্যাবসায়ী হিসেবে নতুন জীবন তৈরির সুযোগ করে দেন। এসময় প্রতিবন্ধী ভিক্ষুক আকবর আলি খান ও তার পরিবারের সদস্যদের চোখে মুখে আনন্দের বন্যা বইতে দেখা যায়।
এ মানবিক কর্মকাণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সাথে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মেহেদী হাসান , উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাকেরগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আমি কর্মকর্তা হিসেবে নয় সাধারণ মানুষের একজন সেবক হিসেবে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি, আপনাদের যেকোনো বিপদে আপদে ও প্রাকৃতিক দুর্যোগে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে এবং থাকবে। দোয়া করবেন যেন আমৃত্যু দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থেকে আপনাদের সেবা করতে পারি।