শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

টঙ্গীবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় মারধর, থানায় অভিযোগ

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ)  প্রতিনিধি
  ১৭ মে ২০২৫, ১৫:৩৮
টঙ্গীবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় মারধর, থানায় অভিযোগ
ছবি: যায়যায়দিন

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দিঘীর পাড় ইউনিয়নের মিতারা গ্রামে পাওনা টাকা চাইতে যাওয়ায় রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে ।

আহত ওয়াজ করুনী ( ৩৫) ও মামুন গাজী ( ৪৫) কে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করানো হয় । এ ঘটনায় ওয়াজ করনি গাজী বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গীবাড়ি থানায় নুরু শেখ ও সাদ্দাম মেলাকারকে আসামি করে একটি অভিযোগ করেন ।

1

জানাগেছে, টঙ্গীবাড়ি উপজেলার মিতারা গ্রামের ইসমাইল গাজীর ছেলে ওয়াজকুরনি গাজী ও সানাউল্লাহ গাজী বাগবাড়ী পদ্মা নদীতে ট্রলার দিয়ে খেওয়া পারাপাড় করে আসছে । খেয়া পারাপার কাজের পাশাপাশি বিকাশের ব্যবসা করেন ।

সানাউল্লাহ গাজী বলেন, পাশের বাগবাড়ীর গ্রামের মৃত আবুল শেখের ছেলে নুরু শেখ ( ৩৫ ) ও মিতারা গ্রামের জামাই সাদ্দাম মেলকার ,আমার নিকট থেকে পরে দিব বলে ২৪,৪০০ টাকা বিকাশের মাধ্যেমে নিয়েছে ।

পরে বিকাশের পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও মারধরের ভয় দেখিয়ে আসছে । বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানানো হলে তারা মিমাংসা করার জন্য শুক্রবার (১৬ মে) ৩টার সময় তোফাজ্জল হোসেন শেখ সালিশির জন্য ওয়াস করনীকে পাঠায় আসামি নুরু শেখ ও জামাই সাদ্দামের কাছে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মাথার পিছনে ও বুকের মধ্যে কোপ মারে এসময় ওয়াজ্কুরুনির ডাকচিৎকারে তার ভাই মামুন গাজী এগিয়ে আসলে তাকেও বুকের মধ্যে কোপ মারে ।

এলাকাবাসী তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । স্থানীয়রা জানান তার বিরুদ্ধে এলাকায় একাধিক বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে