গাইবান্ধায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও তামাকমুক্ত করণে সম্ভাব্য করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আল মামুন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. দেলোয়ার হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব আরাফাত হোসেন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার প্রমুখ।
বক্তারা তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, পাবলিক প্রেস ও পাবলিক পরিবহন ধুমপান মুক্তকরণ, তামাক বিরোধী প্রচার-প্রচারণা ও তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
যাযাদি/এল