শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আমগাছ থেকে পড়ে সংগীত শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
  ১৬ মে ২০২৫, ১৯:৩২
আমগাছ থেকে পড়ে সংগীত শিক্ষকের মৃত্যু
প্রণব ভট্টাচার্য (৫৬)

চট্টগ্রামের পটিয়ায় আমগাছ থেকে পড়ে প্রণব ভট্টাচার্য (৫৬) নামের এক সংগীত শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামে এই ঘটনা ঘটে। চিকিৎসকদের ধারণা, গাছ থেকে পড়ার পর হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে।

প্রণব ভট্টাচার্য পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রামের ‘আর্য্য সঙ্গীত সমিতি’, পটিয়ার নিবেদন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংগীত ও তবলার শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বেতার এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত সংগীতশিল্পী ছিলেন।

1

তাঁর ভাই প্রদীপ ভট্টাচার্য জানান, গতকাল বিকেলে বাড়ির উঠানে আম পাড়তে গাছে ওঠেন প্রণব ভট্টাচার্য। এ সময় গাছের ডাল ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে আহত হন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রদীপ ভট্টাচার্য বলেন, এক সপ্তাহ আগে তাঁদের আরেক ভাই কল্যাণ কুমার ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। ভাইয়ের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনের উদ্দেশ্যে নগরের বাসা থেকে গ্রামে অবস্থান করছিলেন প্রণব ভট্টাচার্য।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, আমগাছ থেকে পড়ে প্রণব ভট্টাচার্যের মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে