শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

চিলমারীতে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ১৯:৪৭
চিলমারীতে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
ছবি: যায়যায়দিন

কুড়িগ্রামের চিলমারীতে চলতি বছরের অভ্যন্তরীণ বেরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।

জানা গেছে, সরকার প্রতিবছরের ন্যায় এ বছর কুড়িগ্রামের চিলমারীতে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ৪৭৭ মেট্রিক টন ধান ও ১৪৪১ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়।

1

এবারে বোরো ধানের সরকারি মূল্য প্রতি কেজি ৩৬ টাকা ও চালের মূল্য প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে চিলমারী খাদ্য গুদামে ফিতা কেটে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন বসু মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আমজাদ হোসেন, চিলমারী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাহেব আলী, উপজেলা চালকল সমিতির নেতা আলহাজ হাফিজুর রহমান সহ অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই দিনে প্রথম মেসার্স সনেট হাসকিং চাল কলের ৬ মেট্রিক টন চাল সংগ্রহের মধ্যদিয়ে সংগ্রহ অভিযান শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে