শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সোনাতলায় কবরস্থান ভাঙচুরকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  ১৬ মে ২০২৫, ১৯:৪৯
সোনাতলায় কবরস্থান ভাঙচুরকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২
ছবি: যায়যায়দিন

বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালু জামে মসজিদ ও ঈদগাহ মাঠে কবরস্থান ভাংচুরকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একই পরিবারের সদস্য রিপন ও তার ছেলে ইউসুফ। বর্তমানে তারা সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২০-২৫ বছর আগে ঈদগাহ মাঠের পাশেই জমিদাতা মরহুম আব্দুল মালেক মন্ডলের কবর দেয়া হয়। সম্প্রতি একটি ফতোয়ার প্রেক্ষিতে স্থানীয় কয়েকজন যুবক ওই কবরের দেয়াল ভেঙে ফেলে। বিষয়টি জানতে পেরে মরহুম মালেক মন্ডলের ছেলে আব্দুল হামিদ আন্জু মন্ডল ঢাকায় অবস্থান থেকে গ্রামে ফিরে আসেন এবং কবরস্থানের দেয়াল পুনর্নির্মাণের উদ্যোগ নেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

1

আন্জু মন্ডল থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর, বিষয়টি নিয়ে মসজিদের মুসল্লিদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বর্তমান প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিনসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা। বৈঠক চলাকালীন হঠাৎ কিছু মুসল্লি আবারও ভাঙচুরে অংশ নেন, এতে বাধা দিলে শুরু হয় হাতাহাতি ও সংঘর্ষ। আহত হন আঞ্জু মন্ডলের ছেলে রিপন ও তার ছেলে ইউসুফ।

খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে সোনাতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দায়িত্বরত সাব-ইন্সপেক্টর আব্দুল খালেক জানান, ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের কথা শোনা হয়েছে এবং পরবর্তীতে থানায় এসে বিষয়টি মীমাংসার জন্য বলা হয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনার পর কবরস্থান ভাঙচুরের ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় স্থানীয়রা সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে