বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, স্বৈরশাসকের পতনে দেশের সকল আন্দোলন-সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন প্রবাসীরা। স্বৈরশাসকের পতন হলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা প্রক্রিয়া অব্যাহত রাখছে। তাদের সকল যড়যন্ত্র রুখে দিয়ে আমাদেরকে জাতীয় নির্বাচনের দিকে হাটতে হবে।দেশের মানুষ একটি নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতা বর্তমান যুক্তরাজ্য বিএনপি নেতা মো. তারেক মিয়া ও সৌদী আরব বিএনপি নেতা মো. খছরু মিয়ার দেশে আগমন উপলক্ষে ছাতক পৌর বিএনপি, যুবদলও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।
পৌর বিএনপির আহবায়ক মো.শামসুর রহমান শামছু’র সভাপতিত্বে ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ ও মজনু মিয়া’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম।
বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি প্রবাসী বিএনপি নেতা মো. তারেক মিয়া, মো.খছরু মিয়া, আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত, পৌর ছাত্রদলের আহবায়ক স্বাচ্ছা আবেদীন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইয়াসিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা মো. শাহজাহান।
সংবর্ধনা সভায় সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ বাকী বিল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, ছাতক অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক,গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।