জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশ্বাস রাখতে চাই, ভরসা রাখতে চাই। আগামী সংসদ নির্বাচনের পূর্বেই কুমিল্লা নামে বিভাগ হবে। আমি আপনাদেরকে সঙ্গে নিয়েই কুমিল্লা নামে বিভাগ করব।’
তিনি বলেন, ‘এই কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে এবং কুমিল্লার অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যকটি রাজনৈতিক দল নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লার মানুষ দলমতের উর্ধে উঠে, ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না।’
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হাসনাত বলেন, ‘হাসিনা ও তার বাবা দুইজনেরই দিবা এবং রাতের দুঃস্বপ্ন হচ্ছে কুমিল্লা। কোনোভাবে যদি আওয়ামী লীগ ফেরত আসে, এই কুমিল্লাকে আলাদা একটি স্টেট বানিয়ে আমাদেরকে আলাদা করে দেবে।’
কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে এনসিপি নেতা হাসনাত বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকা কুমিল্লা বিমানবন্দর চালু ও কর্মসংস্থান বাড়াতে ইপিজেডের আরও উন্নয়নসহ অন্যান্য যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার মধ্যে রয়েছে। আমরা আশা করছি, এগুলো ধাপে ধাপে হয়ে যাবে।’